Tuesday, December 17, 2013

Amazing fun :: keyboard button to speak. Only 692 of the KB Software

কেমন আছেন সবাই? আমি মাইনকার চিপায় আছি :D পরিক্ষা হবে কিনা তার কোন ঠিক নেই বাড়িও যেতে পারছি না। খুব খারাপ অবস্তা, তারপরও আপনাদের কাছে আসলে ভালো লাগে :) আমার এই ফান টিউনগুলো কেমন লাগে একটু জানাবেন।
আজকে একটা সফটওয়্যার দেবো যেটা কার পিসিতে ইন্সটল দিলে কীবোর্ডে ক্লিক করার সাথে সাথে সেই বাটনের নাম বলবে। না জানা অবস্তায় কার কম্পিউটারে ইন্সটল দিলে বিস্মিত হওয়ার সম্ভাবনাই বেশি।

বেশি কিছু বলার নেই শুধু ইন্সটল দিলেই হবে।
মিডিয়া আগুন (MediaFire)
UppIT
সফটওয়্যারটা রান হলে সিস্টেম ট্রেতে একটা আইকন আসবে ওখানে রাইট ক্লিক করে Preferences এ গিয়ে প্রথম অপশনে Voice এ ক্লিক করে Typewriter সিলেক্ট করে দিলে টাইপরাইটারের মতো শব্দ হবে।
ভালো লাগলে যা খুশি করেন আর খারাপ লাগলে?? ঘারাইলে ঘারান :D

No comments:

Post a Comment