Tuesday, December 17, 2013

Do you know Hackers Language LEET

এই অদ্ভুত ভাষার নাম হচ্ছে লিট (LEET)। লিট ভাষায় মূলত ASCII চিহ্ন ব্যবহার করা হয় মূল শব্দকে লুকানোর জন্য। লিট এর প্রথম ব্যবহার শুরু হয় ৪০-এর দশকে Bulletin Board System (BBS) এ। এটি মূলত তৈরি হয় BBS সদস্যদের মাঝে কোন গোপন বা নিষিদ্ধ বিষয় নিয়ে বার্তা আদান প্রদানের উদ্দেশ্যে।
অনেকের মতে ৬০-এর দশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের শীতল সম্পরক চলাকালীন সময় এ যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এর সূত্রপাত করেন যেন গোপন তথ্য শত্রুর হাতে না যেতে পারে। কালের পরিক্রমায় ৯০-এর দশকে কম্পিউটার হ্যাকিংয়ের সূচনা হলে এটি হয়ে উঠে হ্যাকারদের ভাষা যাকে তারা নাম দেন লিট (LEET) বা ১৩৩৭ 1=L; 3=E; 3=E; 7=T। আর বরতমানে লিট ভাষা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ইমেইলের বা ফেসবুকের পাসওয়া্র্ড্ এ।
লিট ভাষায় এককবা দ্বি শব্দগুচ্ছ দিয়ে আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন। এই ভাষায় ইংরেজি ব্যাকরণ ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই।
আমাদের ব্যবহার কৃত ইংরেজি কিছু বর্ণ্ মালা লিট ভাষায় দেয়া হল:-
#মূলত লিট ভাষাতে ইংরেজি বর্ণ্ মালার অধিকাংশতে নম্বর ব্যবহার হয়। যেমন:- ইংরেজি লিট l=-----১, e=-----৩, e=-----৩, t=-----৭, lee:----- -----১৩৩৭
#এছাড়া বর্ণমালাকে কমিয়ে কিন্তু উচ্চারণঠিক রেখে ‘leet’ লেখা হয়। একটা মজার জিনিস খেয়াল করুন ‘leet’ শব্দটি নিজেই কিন্তু ‘elite’ শব্দ থেকে এসেছে। ‘elite’ এর ভাষাগত অরথ হল ‘এমন একটা গ্রুপ যার সদস্যরা খুবই দক্ষ’ প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী কম-বেশি লিটের ব্যবহার করে। এখন আপনি আমাকে বলতে পারেন ‘আমি তো লিট কী জিনিস আজকেই প্রথম জানলাম। তাহলে এটার ব্যবহার তো আমি জানি না’। আপনি অবশ্যই ঠিকই বলেছেন। আমরা leet ব্যবহার করি ঠিকই কিন্তু জানি না যে এটাকে লিট বলা হয়। আপনি যদি একজন নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি lol (laughing out loud) >lawlz, omg (oh my god), rolf (rolling on floor laughing)>roffle, roflmao (rolling on floor laughing my arse off)>roffle-may o এই শব্দগুলোর সাথে পরিচিত। আমরা সবাই কম-বেশি এই শব্দগুলোর ব্যবহার করি এবং এগুলো হ্যাকারদের ভাষা লিট থেকেই নেয়া হয়েছে। মূলত লিট ইন্টারনেট আবিষ্কারের শুরুর দিকে হ্যাকাররা বিভিন্ন ফোরামে ব্যবহার করত সাংকেতিক ভাষা হিসেবে যাতে তাদের কথা অন্য সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা বুঝতে না পারে।
লিট ভাষার কিছু শব্দ
You=j00, that=dat, look at=peep, newbie=n00b
Why=y, and=SPame dude=d00d, hacker=h4x0r
Hello=ping to/two=2, friends=n00bz
আপনি যদি লিট ভাষা ব্যবহার করতে চান তাহলে আপনাকে বেশি দূর যেতে হবে না। আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে ডিফল্ট ভাষা হিসেবে ইংরেজি দেয়া আছে। শুধু সেখানে ঢুকে LEET SPEAK দিয়ে দিন।
এ ছাড়া আপনি গুগলে গিয়ে English to খবব: বা খবব: Translator লিখে সার্চ্ দিলে এমন অনেক সাইট পাবেন। আর তাছাড়া এর জন্য রয়েছে পিডিএফ বই ও সফটওয়্যার। শুধু আপনার দেখার অপেক্ষা। তাহলে দেখবেন আপনার অচেনা শব্দগুলো কেমন পরিচিত হয়ে ওঠে, আর এভাবেই হয় তোবা আপনি হয়ে উঠতে পারেন লিট স্পিক এ পারদর্শী।
                                                                                                                                                                                                             সূত্র: দৈনিক মানবকন্ঠ

No comments:

Post a Comment