Tuesday, December 17, 2013

Funny Picture Non Tech Post

সবাইতো পোস্ট এর শুরুতে অনেক ভালো ভালো কথা বলে, আমি সরাসরি সাবজেক্টে গেলাম...
নিচে আমি একটা ইনফ্রারেড ছবি দিয়েছি। ছবিটার ঠিক মাঝখানে একটা কালো ডট আছে। সেখানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। এক সময় ছবিটা সাদাকালো হবে। কিন্তু মজার ব্যাপার হল, আপনি যদি এটা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে আপনি ছবিটাকে রঙিন দেখবেন। দৃষ্টি  সরিয়ে ফেলুন, সাথে সাথে ছবিটা সাদাকালো হয়ে যাবে।
আপনার নেট যদি স্লো হয় তাহলে সেভ করে দেখতে পারেন।

কেন এমন হয়ঃ
আমাদের চোখের সীমাবদ্ধতার খুব সহজ একটা উদাহরন এটা। আমরা যদি দীর্ঘক্ষণ কোন কিছুর দিকে এক ভাবে তাকিয়ে থাকি তাহলে আমাদের চোখের রেটিনায় তার একটা অস্থায়ী ছাপ পড়ে। যেমন লাইট বাল্বের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করলে তার একটা ছাপ দেখা যায়। এই ইফেক্ট'কে বলা হয় Reverse Coloring. ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ছবিটা সাদাকালো হলে আমাদের ব্রেন তার আগে দেখা ইমেজের  Reverse একটা ফ্রেম আমাদের দেখায়। তাই আমরা সাদাকালো ছবিটাকেও রঙিন দেখি।
অনেকক্ষণ ধরে আমার বকবকানি সহ্য করার জন্য ধন্যবাদ।  ;-) ভালো থাকবেন সবাই।

No comments:

Post a Comment